Wednesday, 15 May 2019

শ্যামা ক্ষাপা

সাধক শ্যামা ক্ষ্যাপা কে পাওয়া যাবে দক্ষিণ ২৪ পরগনার রাজপুর - সোনারপুর পৌরসভার অন্তর্গত রাজপুর শ্মশানে অবস্থিত শান্তি কুঞ্জতে। এ শান্তি কুঞ্জতেই গুপ্ত সাধক শ্যামা ক্ষ্যাপার সান্নিধ্য পাওয়া সম্ভব। গড়িয়া নরেন্দ্রপুর রাজপুর মহাশ্মশান মেট্রো রেল রুট দমদম থেকে মেট্রোতে কবি সুভাষ এর দিকে আসতে কবি নজরুল (গড়িয়া বাজার) স্টেশনে নামতে হবে। মেট্রো স্টেশনের সামনে থেকেই মিলবে রাজপুরের অটো। অটোতে চলে আসা যাবে রাজপুর শ্মশান এ। রেল রুট সোনারপুর রেল স্টেশনে নামতে হবে। সেখান থেকে রাজপুর যাওয়ার অটো পাওয়া যাবে। শান্তি কুঞ্জ তে দেখা করার সময়সীমা... 11am to 12:30pm & 4:30pm to 5:45pm এছাড়া গুপ্ত সাধক , সিদ্ধ সাধক শ্যামা ক্ষ্যাপার সঙ্গে সরাসরি কথা বলতে ফোন করতে পারেন .. +9107605898307 (11am - 1pm & 4:30pm - 6pm) ** বিশেষ অনুরোধ : শ্যামা ক্ষ্যাপার সান্নিধ্য পেতে গেলে কোন রকম অর্থকরী বিষয়ের প্রয়োজন হয় না। অর্থাৎ টাকা পয়সার কোন বিষয় এখানে বা গুরুদেবের কাছে প্রস্তাব করবেন না। এখানে আসবেন ভক্তি এবং বিশ্বাস সহকারে। গুপ্ত সাধক শ্যামা ক্ষ্যাপা সঙ্গে সরাসরি টেলিফোনে কথাও বলতে পারেন। ফোনে কথা বলার নির্দিষ্ট সময়সীমা.. 11am to 12:30pm & 4pm to 6pm ফোন নম্বর : +91 7605898307

No comments:

Post a Comment